শনিবার, ১৮ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৩:৩২

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রায়ের সময় সিএনজি মিলন ও রুবেল নামের দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে।

উল্লেখ্য, দত্তপাড়ার আলাদাতপুরে ২০১৯ সালে ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় ৪ জন মুখোশপরা অস্ত্রধারীরা মিরনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়