সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৫:২৮

রাজধানীতে কীটনাশক পানে ২ বন্ধুর মৃত্যু

রাজধানীতে কীটনাশক পানে ২ বন্ধুর মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ লবণ ফ্যাক্টরির গলি এলাকায় কীটনাশক পানে মো. মিরাজ ও মো. রুবেল নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মে) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর রুবেল ঘটনাস্থলেই মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। রুবেলের মরদেহ কামরাঙ্গীরচর থানায় রয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়