রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ৩১ মে ২০২২, ১৭:৩৩

প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনে পঞ্চম দিনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মঙ্গলবার (৩১ মে) দুপুরে নগরীর রানিরবাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ ছাড়া নৌকা প্রতীকের পক্ষে একাধিক দল নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালায়।

বেলা সাড়ে ১১টায় সাবেক মেয়র স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ১২টায় নিমতলী মহিলা কলেজ রোড এলাকায় গণসংযোগ করেন। তবে এখন পর্যন্ত এই তিন প্রার্থী ছাড়া বাকি দুই মেয়রপ্রার্থীকে প্রচারণায় দেখা যায়নি।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও সাধারণ কাউন্সিল প্রার্থীরা প্রচারণা চালান।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়