শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ৩৪ °সে

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৩:০৩

এবার তৃতীয় লিঙ্গের ১৯ জনকে পুশইন করল বিএসএফ

এবার তৃতীয় লিঙ্গের ১৯ জনকে পুশইন করল বিএসএফ
অনলাইন ডেস্ক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ এবং দুজন পুরুষ রয়েছেন। বুধবার রাতের কোনো এক সময় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ‌ইন করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করে বিজিবির একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান।

তিনি বলেন, তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ। বিভিন্ন সময়ে কেউ ৬ মাস, কেউ ১২ বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিএসএফ তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ‌-ইন করেছে। বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় ৩১ বিজিবি’র তত্বাবধানে রয়েছে। তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া গেছে যে পুশ-ইন হওয়া সবাই বাংলাদেশি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলার সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে বিজিবি আমাদেরকে এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। বিজিবি পক্ষ থেকে জানানোর পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়