রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে

প্রকাশ : ১২ জুন ২০২২, ১৩:০০

খালেদা জিয়ার ভাই শামীমের আবেদন খারিজ

খালেদা জিয়ার ভাই শামীমের আবেদন খারিজ
অনলাইন ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বাতিল করতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার যে আবেদন করেছেন, তা খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আর বাধা রইল না।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক।

উল্লেখ্য, ২০০৮ সালের ৫ মে শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। পরে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। যেটি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়