রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১১:৩৫

ঈদের ছুটিতে হাইকোর্টের ৯ বেঞ্চে চলবে বিচারকাজ

ঈদের ছুটিতে হাইকোর্টের ৯ বেঞ্চে চলবে বিচারকাজ
অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতে বিচারকাজ অব্যাহত রাখতে হাইকোর্ট বিভাগে ৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ে মামলা-সংক্রান্ত জরুরি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে ৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ছয়টি দ্বৈত ও তিনটি একক বেঞ্চ রয়েছে। দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩ জুলাই) থেকে এসব বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।

বেঞ্চগুলো হলো বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়