শনিবার, ১৮ মে, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ৩০ মে ২০২২, ১১:০৩

আজ পুতিন ও জেলেনস্কির সঙ্গে এরদোয়ানের বৈঠক

আজ পুতিন ও জেলেনস্কির সঙ্গে এরদোয়ানের বৈঠক
অনলাইন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট নিরসনে আজ (৩০ মে) সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইউক্রেনীয় সংবাদ সংস্থা ‘ইউক্রেনিয়ান নিউজ’ তুরস্কের প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে এক বার্তায় এ কথা জানিয়েছে।

এর আগে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভও জানান, সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান।

রোববার রুশ সাংবাদিকরা এরদোয়ানের সঙ্গে আলাপের গুঞ্জন সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আলাপ পূর্বপরিকল্পিত।

এ বিষয়ে এরদোয়ান বলেন, আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু মনে হচ্ছে দিনকে দিন এই যুদ্ধ নেতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আনও বলেন, সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। আমরা উভয়পক্ষকে আলোচনা এবং কূটনৈতিক পথকে ব্যবহারের আহ্বান জানাতে থাকব।

সূত্র : ইউক্রেনিয়ান নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়