মঙ্গলবার, ২১ মে, ২০২৪  |   ৩২ °সে

প্রকাশ : ৩০ মে ২০২২, ১৯:৫৯

জনগণকে সস্তায় আটা দিতে নিজের পোশাক বিক্রি করব : শাহবাজ

জনগণকে সস্তায় আটা দিতে নিজের পোশাক বিক্রি করব : শাহবাজ
অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আলটিমেটাম দিয়ে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী ১০ কেজি আটার বস্তার দাম ৪০০ রুপিতে নামিয়ে না আনতে পারেন, তবে তিনি (শাহবাজ শরীফ) তার কাপড় বিক্রি করবেন এবং জনগণকে সবচেয়ে সস্তা দামে আটা সরবরাহ করবেন।

রোববার (৩০ মে) ঠাকারা স্টেডিয়ামে এক জনসভায় দেওয়া ভাষণ এ কথা বলেন শাহবাজ শরীফ।

তিনি বলেন, আমি আমার কথা পুনর্ব্যক্ত করছি, আমি আমার পোশাক বিক্রি করব এবং মানুষকে সস্তায় আটা সরবরাহ করব।

বিগত ইমরান খান নেতৃত্বাধীন সরকারের নিন্দা জানিয়ে শাহবাজ শরীফ বলেন, তারা ৫ মিলিয়ন ঘর এবং ১০ মিলিয়ন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন এবং দেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছেন।

জনসভায় তিনি আরও বলেন, আমি আপনাদের সামনে দৃঢ়ভাবে ঘোষণা করছি, দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যাব, প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করব।

এ সময় তিনি পাকিস্তানে জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির জন্য ইমরান খানকে দায়ী করেন।

সূত্র : এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়