মঙ্গলবার, ২১ মে, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ০১ জুন ২০২২, ০৯:০৮

ইমরান খানকে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘কঠোর বার্তা’

ইমরান খানকে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘কঠোর বার্তা’
অনলাইন ডেস্ক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার বলেছেন, আলটিমেটাম শেষ হওয়ার পর ইমরান খান যদি নতুন করে লং মার্চ করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ইমরান খান ও তার কর্মী-সমর্থকদের হুশিয়ারি দিয়ে বলেছেন, এবার তাদের আসতে দিন, আমি দেখবে কিভাবে এবার বাধা টপকায়।

ফেডারেল মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ ইমরান যে লং মার্চ করেছিলেন সেটি ‘কেন্দ্রের ওপর আক্রমণ’ ছিল।

তিনি বলেছেন, ২৫ মার্চ আজাদি মার্চ করার বদলে খাইবার পাখতুনকার প্রদেশের সরকারের সহায়তা নিয়ে ‘রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র’ করেছেন ইমরান খান।

তিনি আরও দাবি করেছেন, ইমরান খানের লং মার্চ যখন ডি-চকে যায় তখন তার সঙ্গে মাত্র কয়েক হাজার মানুষ ছিলেন। তাদের কাছে এই দাবির প্রমাণের ভিডিও আছে।

তিনি বলেন, আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে সেখানে অস্ত্র নিয়ে সেই জনসভায় অনেকে যোগ দিয়েছিল।

তিনি আরও বলেন, এটি ছিল ফিৎনা ও ফ্যাসাদের মার্চ এবং পিটিআইয়ের সমর্থকরা আতংক ছড়াতে এসেছিল। তিনি বলেছেন, মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসব ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।

আলটিমেটাম শেষ হওয়ার পর ইমরান খান আরেকবার লং মার্চের ঘোষণা দেবেন এমন কথা শোনা যাচ্ছে।

এ ব্যাপারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেদিন তারা তাদের প্রস্তুতি শুরু করবে সেদিনই নেতাদের গ্রেফতার করা হবে।

এরপর তিনি ইমরান খান ও তার দলের কর্মীদের হুশিয়ারি দিয়ে বলেছেন, এবার তাদের আসতে দিন, আমি দেখবে কিভাবে এবার বাধা টপকায়।

সূত্র: জিও নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়