মঙ্গলবার, ২১ মে, ২০২৪  |   ৩২ °সে

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১২:৫৬

পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা ভারতের

পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা ভারতের
অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার এই মিসাইল উৎক্ষেপণ করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এই মিসাইল। তাই এই মিসাইলের আওয়ায় ভারতের অধিকাংশ প্রতিবেশী দেশই চলে এলো।

অগ্নি-৪ এর সফল পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি রুটিন পরীক্ষা। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উড়িষার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এটির উত্ক্ষেপণ করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে।

গত বছরই পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র এক থেকে দুই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। সেই সোমবার উৎক্ষেপন করা অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়