শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪  |   ৩৯ °সে

প্রকাশ : ২০ জুন ২০২২, ১৫:৩৭

উ. কোরিয়ায় আরও ১৮ হাজার মানুষের ‘জ্বর’ শনাক্ত

উ. কোরিয়ায় আরও ১৮ হাজার মানুষের ‘জ্বর’ শনাক্ত
অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ায় করোনা পরিস্থিতিতে ‘জ্বরে’ আরও ১৮ হাজার ৮২০ জন শনাক্ত হয়েছেন। তবে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কিম জং উন সরকার।

উল্লেখ্য, উ. কোরিয়া প্রথমবার করোনায় সংক্রমণের খবর জানায় গত মে মাসের মাঝামাঝিতে। যদিও বিশেষজ্ঞদের ধারণা আরও আগে থেকেই ভাইরাসের উপস্থিতি রয়েছে দেশটিতে। আর সংক্রমণ ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে বলে সতর্কও করেন তারা।

করোনা প্রাদুর্ভাবের মধ্যে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ ২৩ হাজারের একশ’র বেশি জ্বরে আক্রান্ত মানুষকে শনাক্ত করেছে। তৃতীয় দিনে এসে সংক্রমণের সংখ্যা শনাক্ত ৩০ হাজারের নিচে রয়েছে। উ. কোরিয়ার জনগোষ্ঠী আড়াই কোটি। ভ্যাকসিন কর্মসূচির অপ্রতুলতা ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে পুরো জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে। তারপরও প্রতিবেশি দেশগুলোর ভ্যাকসিন সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির সরকার।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়