বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ২৯ জুন ২০২২, ০৯:২৪

রাশিয়া ছাড়লেন পুতিন, পৌঁছেছেন দুশানবেতে

রাশিয়া ছাড়লেন পুতিন, পৌঁছেছেন দুশানবেতে
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছেছেন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাশিয়া ছাড়েন প্রেসিডেন্ট পুতিন।

এর মাধ্যমে ইউক্রেনে রুশ বাহিনীর কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, মিডিয়ার সামনে দুই নেতা বৈঠকে মিলিত হবেন। এরপর দুইজন একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করবেন।

দুপুরের খাওয়া-দাওয়া সাড়ার পরও তাদের মধ্যে আলোচনা হবে। কারণ তাজিক ও রুশ প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

রাশিয়ার প্রেসিডেন্সিয়াল কর্মকর্তা ইউরি উসাকোভ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাত পর্যন্ত রাশিয়া-তাজিকিস্তানের প্রেসিডেন্ট আলোচনা করবেন।

তাজিকিস্তান সফর শেষে বুধবার সকালে তুর্কমেনিস্তান যাবেন পুতিন। সেখানে তিনি কাস্পিয়ান সামিটে যোগ দেবেন। এ সামিটে আজারবাইজান, ইরান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে যাওয়ার মাধ্যমে এ বছর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে গেলেন পুতিন।

গত ফেব্রুয়ারিতে চীন সফরে গিয়েছিলেন তিনি।

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়