বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১৬:৪২

উচ্চশিক্ষার জন্য নারীরা বিদেশেও যেতে পারবে না, তালেবানের নিষেধাজ্ঞা

উচ্চশিক্ষার জন্য নারীরা বিদেশেও যেতে পারবে না, তালেবানের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

আফগানিস্তানের মেয়েদের ওপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। শুক্রবার তালেবান সরকারের উচ্চ পর্যায় থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তালেবান সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক।

আফগানিস্তানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা থাকায় আর্থিক সঙ্গতিসম্পন্ন আফগান তরুণ-তরুণীরা সাধারণত কাজাখস্তান কিংবা কাতারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে যান। তালেবান সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কেবল পুরুষ শিক্ষার্থীরাই বিদেশে যেতে পারবেন।

২০০১ সালে মার্কিন বাহিনীর হাতে ক্ষমতা হারানো তারেবান গোষ্ঠী ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয়বারের মতো জাতীয় ক্ষমতা দখল করে কট্টর ইসলামপন্থী তালেবান গোষ্ঠী।

ক্ষমতায় দখলের পর থেকেই আফগানিস্তানে মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের সহশিক্ষাভিত্তিক (কোএডুকেশন) স্কুল বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। পাশাপাশি মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলও বন্ধ করা হয়েছে।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে। বিপুল সংখ্যক নারীকে সরকারি-বেসরকারি কর্মস্থল থেকে চাকরিচ্যুত করেছে। সেই সঙ্গে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে নারী অধিকারকর্মীদের মুখও বন্ধ করে রেখেছে।

গত মে মাসে আফগান নারীদের পুরো দেহ ও মুখ ঢাকা বোরকা পরে ঘরের বাইরে চলাফেরা করার নির্দেশ দিয়েছে তালেবান। এবার উচ্চশিক্ষার্থে মেয়েদের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দেওয়া হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়