বুধবার, ০৭ মে, ২০২৫  |   ৩২ °সে

প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ১১:৪৩

সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি

সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি
অনলাইন ডেস্ক

ঘানার রাজধানী আক্রাতে চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে লাফ মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। এর পর সিংহের আক্রমণে জখম হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। রোববার (২৮ আগস্ট) এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, রোববার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে হঠাৎ সিংহের খাঁচার মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিল। তাদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। শেষে পশুরাজের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

নিরাপত্তার বেড়াজাল টপকে কী ভাবে সবার চোখ এড়িয়ে সিংহের খাঁচার মধ্যে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

১৯৬০ এর দশকের প্রথম দিকে ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ ব্যক্তিগত মেনাজেরি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। পরে ১৯৬৬ সালে তার উৎখাতের পর জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

সূত্র-এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়