বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪  |   ৩৯ °সে

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:৫০

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র আছে রাশিয়ার

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র আছে রাশিয়ার
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ।

আজ সোমবার (২৭ মার্চ) দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দেন তিনি। খবর রয়টার্সের।

নিকোলাই পাতরুশেভ বলেন, মার্কিন রাজনীতিকেরা এখনও বিশ্বাস করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তাদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এর জবাব দেওয়ার মতো অবস্থা থাকবে না মস্কোর।

এটা একটি বোকামি ও ভয়াবহ বিষয় বলে মনে করেন তিনি।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আরও বলেন, সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না রাশিয়া। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সৈন্যরা। এরপর থেকে পশ্চিমের বিরুদ্ধে মস্কোকে পারমাণবিক হুমকি দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অস্তিত্ব সংকটের মুখোমুখি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য মস্কো প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ার করে আসছে ক্রেমলিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়