বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ২১:৩৮

জাপান সাগরে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া

জাপান সাগরে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া
অনলাইন ডেস্ক

রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একাধিক সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের অংশ হিসেবে মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই তথ্য জানানো হয়েছে। খবর: রয়টার্স’র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোসকিট নামের জাহাজবিধ্বংসী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আলাদা দুটি জাহাজ থেকে ছোড়া হয়। প্রায় ১০০ কিলোমিটার দূরে জাহাজের আদলে তৈরি বস্তু লক্ষ্য করে এগুলো ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলো প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

মঙ্গলবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা রাশিয়ার পি–২৭০ মোসকিট ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটের কাছে এসএস–এন–২২ সানবার্ন নামে পরিচিত। সুপারসনিক এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার। এগুলো সোভিয়েত আমলে তৈরি। এই ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরে থাকা জাহাজ ধ্বংস করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়