শনিবার, ১৮ মে, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৩:৪৯

রাষ্ট্রপতি নির্বাচন: রিট খারিজে আদেশ বহাল, রিটকারীকে জরিমানা

রাষ্ট্রপতি নির্বাচন: রিট খারিজে আদেশ বহাল, রিটকারীকে জরিমানা
অনলাইন ডেস্ক

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সেইসঙ্গে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করে পূর্নাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।

দুই সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় এ জরিমানা করা হয়েছে।

প্রধান বিচারপতিসহ আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার (২৩ আগস্ট) এ রায় প্রকাশ করেন। বেঞ্চের অন্য সাতজন হলেন– বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ গত ১৮ মে বহাল রাখেন আপিল বিভাগ। সেদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ পুর্নাঙ্গ রায় প্রকাশ করা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়