শুক্রবার, ০৩ মে, ২০২৪  |   ৩৫ °সে

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০১:৪৯

পরিবারে পুরুষের খবরদারি কমছে, বাড়ছে নারীদের

পরিবারে পুরুষের খবরদারি কমছে, বাড়ছে নারীদের
অনলাইন ডেস্ক

দেশে পরিবারে নারীর কর্তৃত্ব বাড়ছে। অন্যদিকে কমছে পুরুষ প্রধান পরিবারের সংখ্যা। গত এক বছরে নারী খানা (পরিবার) প্রধানের হার বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ। ফলে পরিবারে পুরুষের খবরদারি কমছে বাড়ছে নারীদের।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এতে বলা হয়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নারী খানাপ্রধানের হার বেড়েছে। ২০২২ সালে এটি ছিল ১৭ দশমিক ৪ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ।

অপরদিকে পুরুষ খানাপ্রধান ২০২২ সালে ছিল ৮২ দশমিক ৬ শতাংশ, ২০২৩ সালে হার কমে হয়েছে ৮১ দশমিক ১ শতাংশ।

খানার আকার ২০২২ সালের ন্যায় ২০২৩ সালেও অপরিবর্তিত রয়েছে, যা ৪ দশমিক ২ জন।

যে কয়জন ব্যক্তি একই রান্নায় খাওয়া এবং একসঙ্গে বসবাস করেন, তাদের একত্রে একটি খানা বলা হয়।

প্রতিবেদনে দেখানো হয়েছে, পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ২ বছর এবং নারীদের ১৮ দশমিক ৪ শতাংশ।

জন্মনিয়ন্ত্রণের বিষয়ে বিবিএস বলছে, ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা ২০২২ সালের ৬৩ দশমিক ৩ শতাংশ তুলনায় কিছুটা কমে ২০২৩ সালে হয়েছে ৬২ দশমিক ১ শতাংশ।

জন্মনিয়ন্ত্রণের চাহিদা ২০২২ সালের ১৬ দশমিক ৬২ শতাংশ তুলনায় কমে ২০২৩ সালে ১৫ দশমিক ৫৭ শতাংশ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়