রবিবার, ০৫ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৬:০১

জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ সহজে ছাড়ের অনুরোধ

জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ সহজে ছাড়ের অনুরোধ
অনলাইন ডেস্ক

জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ সহজে ছাড় করার বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানান বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়