শনিবার, ০৪ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০১

প্রচণ্ড গরমে চালাচ্ছিলেন রিকশা, অসুস্থ হয়ে চালকের মৃত্যু

প্রচণ্ড গরমে চালাচ্ছিলেন রিকশা, অসুস্থ হয়ে চালকের মৃত্যু
অনলাইন ডেস্ক

প্রচণ্ড গরমের মধ্যে রিকশা চালানোর সময় অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আব্দুল আউয়াল রিকশা চালিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আব্দুল আউয়াল হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামের আজম আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করে রাজধানীর শনির আখড়া ও আশপাশের এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়