শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:৩৭

কৃষক লীগের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কৃষক লীগের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক লীগের উদ্যোগে গরিব ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে কৃষিবিদ সমীর চন্দ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশ কৃষক লীগ আজ সারা দেশের সহিংস তাণ্ডবের ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে এই খাদ্য সামগ্রী উৎসর্গ করা হচ্ছে।

কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শামীমা আকতার, সাংগঠনিক সম্পাদক গাজী জসীমউদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, নুরে আলম সিদ্দিকী হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক লীগের নেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়