প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:২৪
মোহাম্মদপুরে মধ্যরাতে ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় প্রবেশ করে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে পাঁচজনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলেও জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। রোববার (১৩ অক্টোবর) বিকেলে তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে আটজনকে র্যাব গ্রেপ্তার করেছে। তার মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির ঘটনায় লুট করা ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে ‘
|আরো খবর
এদিকে মধ্যরাতে ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি জানান, গত শুক্রবার রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
গত শুক্রবার রাত সাড়ে তিনটার পর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতি হয়।
পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতরা বাসায় ঢুকে ডাকাতি করে। এ সময় ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণ লুট করা হয়। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ফুটেজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী আবু বকর বাদী হয়ে গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন। উল্লেখ্য, আবু বকর জমি ও ইট-বালু কেনাবেচার ব্যবসা করেন।
মামলার অগ্রগতি জানতে চাইলে এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মূলত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অনেক নাটক আছে শুনেছি। তবে, থানা পুলিশের কাছে এখন পর্যন্ত একজনকেও সোপর্দ করা হয়নি।’