প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৬
২১ পদের মধ্যে ১৬টিতেই ‘অদম্য জবিয়ান ঐক্য’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই এই প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ পাঁচটি পদে জয় পেয়েছে।
বুধবার দিবাগত রাত একটার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার মধ্য দিয়ে কয়েক দফা কারিগরি জটিলতা ও দীর্ঘ ভোট গণনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতিতে নতুন নেতৃত্বে নিশ্চিত হয়।
সহসভাপতি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবদুল আলীম আরিফ। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

এ ছাড়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবীব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নাওয়ার, ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।

অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, পরিবহন সম্পাদক এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক—এই তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছে। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার (অওরিন)। এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে দুজন প্রার্থী কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

জকসুর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছেন। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে মোছা. জান্নাতুল উম্মি এবং জিএস পদে সুমাইয়া তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষ হয় মঙ্গলবার বিকেলে। সন্ধ্যার পর ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শুরু হলেও দুটি যন্ত্রে ভিন্ন ফলাফল দেখানোর কারণে গণনা স্থগিত করা হয়। পরে প্রার্থীদের সঙ্গে আলোচনার পর প্রথমে কিছু ব্যালট হাতে গোনা হয় এবং পরবর্তীতে যন্ত্রে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিকবার কারিগরি ত্রুটির কারণে ভোট গণনায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত বুধবার ভোরে ফলাফল চূড়ান্ত করা হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির।








