বুধবার, ০৭ মে, ২০২৫  |   ৩৪ °সে

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ২৩:০৯

খাদ্য-জ্বালানি নিরাপত্তায় বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা চায় বাংলাদেশ

খাদ্য-জ্বালানি নিরাপত্তায় বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতা চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক

বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ বিশ্বের সব দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আমরা একটি পারস্পরিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই আমরা সব দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ও আর্থিক ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে জ্বালানি সংকটের কারণে গোটা ইউরোপ আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে।

তিনি বলেন, বাংলাদেশ দূরদর্শীতার সঙ্গে ওইসব চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে। যুদ্ধের কারণে (যে পরিস্থিতি) আবির্ভূত হতে পারে (বাংলাদেশ তা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে)।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রতিটি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে পদক্ষেপ নিয়েছে।

এর আগে আলোচনা সভায় ড. এ কে আব্দুল মোমেন বলেন, শেখ রাসেলের মতো এমন নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ আর দেখতে চায় না। বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, আমাদের শিশুদের অধিকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়