রবিবার, ১৯ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ১৭:৫৫

বুয়েট ছাত্র ফারদিন চনপাড়ায় নিহত হননি: ডিবি

বুয়েট ছাত্র ফারদিন চনপাড়ায় নিহত হননি: ডিবি
অনলাইন ডেস্ক

বুয়েট ছাত্র ফারদিন চনপাড়ায় নিহত হননি বলে জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, রাত দুইটার দিকে যাত্রাবাড়ি থেকে সাদা গেঞ্জি পরা ৩-৪ জন ফারদিনকে লেগুনায় উঠিয়ে নিয়ে তারাবোর দিকে যায়। লেগুনার চালক ও সহকারীকে খোঁজা হচ্ছে।

প্রসঙ্গত, তিনদিন নিখোঁজ থাকার পর গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের দু’দিন পর ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। তারপরই গ্রেপ্তার করা হয় বুশরাকে। পরে ১০ নভেম্বর বুশরাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়