বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩২

সমাবেশের অধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘ

সমাবেশের অধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘ
অনলাইন ডেস্ক

অবাধ মতপ্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার প্রতিশ্রুতির কথা বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই প্রতিশ্রুতির কথা জানান গোয়েন লুইস।

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে আমরা বাংলাদেশকে অবাধ মতপ্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা জাতিসংঘের প্রতিশ্রুতি রক্ষায় বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।

মানবাধিকার ডিক্লারেশনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এবছর আমরা দেখেছি করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সারাবিশ্বে অসহায় মানুষ তাদের মৌলিক সেবা, বসবাসের অধিকার রক্ষায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন, সম্মান ও অধিকারের দিক থেকে সমান।

তিনি বলেন, একজনের অধিকারের ওপর হুমকি মানে পুরো সমাজের জন্য হুমকি। আমাদের একে অন্যের সঙ্গে কিসে মিল রয়েছে এবং যা আমাদের একত্রিত করেছে- তা প্রতিফলের একটি সুযোগ হলো মানবাধিকার দিবস উদযাপন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়