সোমবার, ২০ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ১৫ মে ২০২২, ১৬:৪৩

করোনা সার্টিফিকেট নিয়ে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ৭

করোনা সার্টিফিকেট নিয়ে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ৭
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) সার্টিফিকেট নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থেকে ৭ জন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

আজ রাজধানীর মহাখালী কোভিড-১৯ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন (২৮), মোঃ তারেকুল ইসলাম (২৬), মোঃ আলমগীর হোসেন (২০) মোঃ রিপন মিয়া (২৮), মোঃ আরিফুল ইসলাম (২০), আহম্মেদ হোসেন শাহাদাৎ (১৮) ও মোঃ শামীম হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভুয়া কোভিড-১৯ টেস্টের পজেটিভ এবং নেগেটিভ সার্টিফিকেটের ফটোকপি, দুটি বিকাশের মাধ্যমে টাকা আদান প্রদানে ব্যবহৃত সিম কার্ড, তিনটি প্রবাসীদের মোবাইল নম্বর সম্বলিত টোকেন, একটি পেনড্রাইভ, নগদ ৪১ হাজার ৮৬৯ টাকা, ০১ টি ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই প্রতারক চক্রের সদস্যরা বিদেশগামী সাধারণ যাত্রীদের সঙ্গে কোভিড সার্টিফিকেট নিয়ে প্রতারণা করে আসছিল। এখন পর্যন্ত বিপুল পরিমাণ লোকজনের কাছ থেকে এ ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

র‍্যাব জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী সাধারণ যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট একটি আবশ্যিক বিষয়। যে সকল বিদেশগামী যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে পারবেনা তারা বিদেশ যাত্রা করতে পারে না। বাংলাদেশ হতে মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশগামী সাধারণ যাত্রীদের এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ বিদেশগামী যাত্রীদের জিম্মি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিদেশগামী যাত্রীদের জিম্মি করে কোভিড-১৯ সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার বিষয়ে সমাধান করার কথা বলে বিভিন্নভাবে প্রলুব্ধ করে প্রতারনামূলকভাবে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই প্রতারক চক্রটি গত কয়েক মাস যাবৎ সাধারণ বিদেশগামী যাত্রীদের হয়রানি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়