মঙ্গলবার, ১৩ মে, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১১ মে ২০২৩, ০২:৩৮

আরও ৫৫৫ বাংলাদেশিকে সুদান থেকে জেদ্দায় আনা হচ্ছে

আরও ৫৫৫ বাংলাদেশিকে সুদান থেকে জেদ্দায় আনা হচ্ছে
অনলাইন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদসম্মেলন আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুদান থেকে চারটি ফ্লাইটে আরও ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে।

শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে চারটি ফ্লাইট ঠিক করেছি। এর মধ্যে আজ তিনটি এবং বৃহস্পতিবার একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে। পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। এরপর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন।

গত সোমবার ১৩৬ জন সুদান প্রবাসী বাংলাদেশিকে জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়