শনিবার, ১৮ মে, ২০২৪  |   ৩৩ °সে

প্রকাশ : ০৫ মে ২০২২, ১৪:৫৭

৩৩ মাস পর নোয়াখালীতে ওবায়দুল কাদের

৩৩ মাস পর নোয়াখালীতে ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক

দীর্ঘ ৩৩ মাস পর নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ মে) বেলা বারোটার সময় তিনি সড়কপথে নিজ নির্বাচনী এলাকায় আসেন। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কোম্পানীগঞ্জ থানা মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন বাহিনীর প্রধান হিসেবে সম্মাননা গ্রহণ করেন ওবায়দুল কাদের। এ সময় সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে মন্ত্রী তার বাবা-মার কবর জিয়ারত শেষে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম ,জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমসহ বিভিন্ন জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিকেলে মন্ত্রী প্রথমে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরে নোয়াখালী জেলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়