মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৯

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জানাজার ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক। এর আগে, বর্ষীয়ান এই রাজনীতিবিদকে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তারা।

রাজধানীতে প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ এলাকা মুন্সীগঞ্জের শ্রীনগরে। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে ফের মরদেহ ঢাকায় আনা হবে। এরপর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় গুলশানে নিজ বাসভবনে মারা যান শাহ মোয়াজ্জেম হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন বিএনপির এই নেতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ ওই সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

দেশের শীর্ষ তিন রাজনৈতিক দলেরই সদস্য ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরুটা আওয়ামী লীগ থেকে শুরু করেন তিনি। ১৯৭৩ সালে তিনি ঢাকা-৫ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়াও খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি। এরপর হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন শাহ মোয়াজ্জেম হোসেন। পরে সেখান থেকে বহিষ্কার করা হলে তিনি বিএনপিতে যোগদান করেন। তারপর থেকেই দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়