সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৪ মে ২০২৫, ২১:২৯

প্রথমবার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে যা বললেন শেখ মেহেদী

প্রথমবার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে যা বললেন শেখ মেহেদী
অনলাইন ডেস্ক

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ সালে একেবারেই কাছে থেকেও শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসরের সেমিফাইনাল মিস করেছিল বাংলাদেশ। ২০২৬ সালকে সামনে রেখে খানিকটা আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে পরিণত করা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সঙ্গে আরব আমিরাতের সঙ্গেও যুক্ত করা হয়েছে একটি সিরিজ।

এই দুই সিরিজ দিয়েই নতুন করে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য লিটন দাসকে অধিনায়ক করেছে বিসিবি। দায়িত্ব পালন করবেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এছাড়া আসন্ন দুই সিরিজের জন্য সহ-অধিনায়কের দাযিত্ব সামলাবেন শেখ মেহেদী হাসান। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবদিন ফাহিম এমনটাই জানিয়েছেন।

প্রথমবার জাতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর যোগাযোগ করা হয় শেখ মেহেদীর সঙ্গে। তিনি বলছিলেন, আলহামদুলিল্লাহ, আসলে নরমালি আছি (সহ-অধিনায়ক হয়ে)। ওরকম কিছু না আসলে, তবে এটা যে হবে (অধিনায়কত্ব) আমি আগে জানতাম না। একটু আগেই জানতে পারলাম। চেষ্টা থাকবে ভালো করার। পরিবার থেকে আসলে ওরকম কেউ জানে না এখনো।

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বিসিবি। লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়