প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬
ডিজিটাল মার্কেটিংয়ে চাহিদা পূরণে দক্ষতার প্রামাণ দিচ্ছেন ইমরান

বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইমরান আহমেদ মশিউ। এই তরুণ দক্ষতার সাথে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে লিভ, বুস্ট এবং ব্যবসা ভেরিফিকেশন সাপোর্ট প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ইমরান আহমেদ ডিজিটাল মার্কেটিংয়ে আধুনিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তার প্রচেষ্টা ও দক্ষতার ফলে তিনি দেশের শীর্ষ ডিজিটাল মার্কেটারদের তালিকায় স্থান করে নিয়েছেন।
তার এই সাফল্য দেশের ডিজিটাল মার্কেটিং খাতের উন্নয়নে নতুনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং অন্যান্য পেশাজীবীদের অবস্থান দৃড় করেছে।
ইমরান আহমেদ মশিউ বর্তমানে দেশের বিভিন্ন কোম্পানি, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের ডিজিটাল গ্রোথ কনসালট্যান্ট হিসেবে কাজ করে চলছেন। তিনি শুধু বিজ্ঞাপন তৈরি করেন না- তিনি একটি ব্রান্ডকে জনপ্রিয় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল বের করেন।
তার পরিচালিত সেবাগুলো হলো
১. ব্যবসার জন্য পেইড মার্কেটিং কৌশল (Facebook, Google, TikTok, LinkedIn Ads)।
২. ই-কমার্স ও ব্র্যান্ড পেজের বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা।
৩. বিজনেস ভেরিফিকেশন ও পেইজ রিকভারি সাপোর্ট।
৪. কনভার্সন-ফোকাসড ক্যাম্পেইন ডিজাইন।
৫. কাস্টমার রিটেনশন ও লয়্যালটি বিল্ডিং স্ট্র্যাটেজি।
এছাড়াও তরুণ এই মার্কেটার অন্য আগ্রহীদের জন্য বিভিন্ন অনলাইন ও অফলাইন সেশনে প্রশিক্ষণ দিচ্ছেন। তার আয়োজিত ফ্রি ও পেইড ওযার্কশপে অংশ নিয়ে অসংখ্য তরুণ আজ নিজের ক্যারিয়ার গড়ে তুলছে ডিজিটাল মার্কেটিংয়ে।