শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪  |   ৩৪ °সে

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:১৪

আইফোনে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করবেন যেভাবে

আইফোনে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করবেন যেভাবে
অনলাইন ডেস্ক

বর্তমানে নিজেরদের ছবি দিয়ে স্টিকার বা নিজের মতো অবয়ব তৈরি করার বেশ প্রচলন শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে এই ফিচারের। তবে সোশ্যাল মিডিয়ার ফিচার নয়, আইফোনেই নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করতে পারবেন।

আইফোনে এমন একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আইফোনের গ্যালারিতে থাকা একটি ছবি থেকে একটি স্টিকার তৈরি করা যায়। এটি আইওএস ১৬-এর এক্সক্লুসিভ ফিচার, যা শুধু অ্যাপল ডিভাইসেই উপলব্ধ। ব্যবহারকারীরা এই ফিচারের সাহায্যে নিজেদের ছবি থেকে দ্রুত স্টিকার তৈরি করতে পারবেন। এই ফিচারটিকে বিশেষভাবে লিফট সাবজেক্ট ফ্রম ব্যাকগ্রাউন্ড বলা হয় এবং এটি ফাংশন ভিজ্যুয়াল লুক আপ স্যুটের অংশ।

চলুন দেখে নেওয়া যাক সহজেই কাজটি কীভাবে করবেন-

>> এই ফিচারটি ব্যবহার করতে, ইউজারদের যে কোনো ছবিতে দীর্ঘক্ষণ প্রেস করতে হবে এবং এটি অন্য অ্যাপে টেনে আনতে হবে বা এটি কপিও করা যেতে পারে। আইওএস ১৬-এ এই ফিচারটির মাধ্যমে, যে কোনো চিত্র থেকে কাটআউট স্টিকার তৈরি করা খুব সহজ।

>> প্রথমেই আইওএস ১৬ চালিত যে কোনো ডিভাইসে গ্যালারি থেকে যে কোনো ছবি নির্বাচন করতে হবে।

>> এরপর সেই ছবিটিতে দীর্ঘক্ষণ চেপে রাখতে হবে এবং সেটি টানতে হবে।

>> এরপর সেই ছবিটি থেকে কাটআউটটি বের করতে হবে।

>> এরপর মেনু পপ আপ করার জন্য অপেক্ষা করতে হবে।

>> মেনু খোলার সঙ্গে সঙ্গে কপি অপশনটি নির্বাচন করুন।

>> এরপর সেই কাটআউটটি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন।

ফাইল অ্যাপের মাধ্যমে ফটো থেকে স্টিকার তৈরি করতে হলে-

>> প্রথমে যে ছবি থেকে স্টিকার বানানো হবে, সেটি ওপেন করতে হবে।

>> এরপর, ডিসপ্লের নিচের বাম কোণে উপস্থিত শেয়ার আইকনে ক্লিক করতে হবে।

>> সেখানে একটি ড্রপ-ডাউন মেনু দেখা যাবে। সেখান থেকে সেভ টু ফাইলস নির্বাচন করতে হবে।

>> সেটি সেভ করার পরে, ফাইল অ্যাপে যেতে হবে।

>> এখন নিজেদের পছন্দ মতো ফটো বেছে নিতে হবে।

>> এরপর সেই ফটো আলতো চেপে ধরে রাখুন।

>> বিকল্পগুলো থেকে কুইক অ্যাকশন বিকল্পটি নির্বাচন করুন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন।

সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়