রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ১৫:২৪

খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিধান বিশ্বাস (৪২) ও এন্তারুজ্জামান (৪৩)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

খিলগাঁও থানার এসআই হাসান মুন্সি জানান, ভোরে খিলগাঁও উড়ালসড়কে দ্রুতগতির লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এসআই আরও বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে প্রাথমিকভাবে নিহত একজনের নাম জানা গেছে। এনআইডির তথ্য অনুযায়ী, বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা। তার বাবার নাম অশ্বিনী বিশ্বাস।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়