রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৯

'ছাত্রশিবির যখন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ব্যস্ত, ছাত্রদল তখন কমিটি বাণিজ্যে ব্যস্ত'

'ছাত্রশিবির যখন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ব্যস্ত, ছাত্রদল তখন কমিটি বাণিজ্যে ব্যস্ত'
অনলাইন ডেস্ক

ছাত্র রাজনীতিতে ছাত্রশিবিরের অগ্রগতির পেছনে শিক্ষার্থীদের সমস্যা সমাধানকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক জুলকারনাইন সায়ের। শুক্রবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, বিএনপির একজন শীর্ষ নেতা ছাত্রদলকে ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করায় সংগঠনটি পিছিয়ে পড়েছে।

জুলকারনাইন সায়ের লেখেন, “ছাত্রশিবির যখন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ব্যস্ত, তখন ছাত্রদল কমিটি বাণিজ্যে মেতে ছিল।” তিনি অভিযোগ করেন, গত এক বছরে ছাত্রদলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন, যেখানে বিভিন্ন পদের নির্দিষ্ট ‘বাজারমূল্য’ ঠিক করা হয়েছিল।

অন্যদিকে, শিবির শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে টিউশন, ভাতা এবং নিত্যদিনের নানা সমস্যার সমাধান করে। সায়েরের ভাষ্য অনুযায়ী, শিবিরের কর্মসূচি ছিল সৃজনশীল ও নতুন, কিন্তু ছাত্রদলের কার্যক্রম ছিল একঘেয়ে ও নিরানন্দ।

তিনি আরও বলেন, “শিবির সম্মান করেছে যোগ্যতাকে, ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে।” একই সঙ্গে ছাত্রদলের ব্যর্থতার জন্য তিনি দায়ী করেন বিএনপির এক প্রভাবশালী নেতাকে, যিনি দলীয় ভবিষ্যৎ ধ্বংস করার নীলনকশা এঁকেছেন বলেও অভিযোগ করেন সায়ের।

তার মতে, ওই নেতা শুধু ছাত্রদল নয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন। তিনি শীর্ষ নেতৃত্বকে বিভ্রান্ত করেছেন যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের হার জালিয়াতির কারণে হয়েছে।

পরিশেষে জুলকারনাইন সায়ের সতর্ক করেন, ছাত্রদলকে যদি এখনই ‘মাফিয়া ধাঁচের নেতার’ কবল থেকে মুক্ত না করা হয়, তাহলে শুধু ছাত্রদল নয়, পুরো বিএনপিই বিপদের মুখে পড়বে। সংগঠনকে পুনরুজ্জীবিত করতে তিনি নতুন, মেধাবী ও পরিশ্রমী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়