মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১

রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবককে কুপিয়ে খুন

রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবককে কুপিয়ে খুন
অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।

১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আজ ভোরে রোহিঙ্গা দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে খুন করেছে। এ হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুই দিনে তিনজনকে কুপিয়ে খুন করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়