সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৭

হয়ে গেলো রোমিও ব্রাদার্স'র প্রথম পাবলিক কনসার্ট

হয়ে গেলো রোমিও ব্রাদার্স'র প্রথম পাবলিক কনসার্ট
অনলাইন ডেস্ক

বর্তমানে তরুণ প্রজন্মের জনপ্রিয় ডুয়ো ব্যান্ড “রোমিও ব্রাদার্স” এর প্রথম পাবলিক কনসার্ট সম্পন্ন হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে যাত্রা বিরতির ইনডোরে আয়োজন করা হয় এই কনসার্টের। ম্যালোডি এ্যান্ড ম্যামোরিজকে থিম হিসেবে ভিত্তি করে এ কনসার্টের গান সাজানো হয়।

এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে তোলেন রোমিও ব্রাদার্স-এর দুই ভোকালিস্ট নয়ন ও অরূপ। ছোট বেলা থেকে যেসব জনপ্রিয় গান শুনে সাধারণত মানুষ বড় হয়েছে সেসব গানই পরিবেশন করা হয় এ কনসার্টে। তবে গানের মাঝে মাঝে শায়েরী করেন কাশমীরের মিরান খাকি।

তবে অনুষ্ঠানের মাঝপথে উপস্থিত হয়ে চমক দেখান এবারের আসরের মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এসময় তিনি রোমিও ব্রাদার্সকে শুভেচ্ছে জানানোর পাশাপাশি নিজের জন্য ভোট চান এই সুন্দরী। এছাড়াও কনসার্টে উপস্থিত ছিলো বড় পর্দার অভিনেত্রী তমা মির্জা এবং উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ। কনসার্ট উপভোগ করেন পাকিস্তানী দূতাবাসের কর্মকর্তরাসহ একাধিক বিদেশি অতিথি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দুই শিল্পী বলেন, আপতত আমরা স্টেজ শো নিয়ে ব্যাস্ত সময় পার করছি। আগামীতে কিছু দিনের জন্য স্টেজ শো কিছুটা কমিয়ে মৌলিক গানের জন্য সময় বের করবো। আগামী রোজার ঈদে আমাদের একাধিক মৌলিক গান বাজারে আসবে। ইতোমধ্যে দুইটি গানের কথা চূড়ান্ত হয়েছে সুরকার নির্ধারনের খোঁজ চলছে।

টিম রোমিও ব্রাদার্স এর ব্যবস্থাপনাতেই আয়োজন করা হয় প্রথমবারের এই পাবলিক কনসার্ট। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়ীত্বে থাকা হাসিন আরমান বলেন, এটা পাবলিক কনসার্ট হলেও মূলত পারিবারিকভাবে উপভোগ্যে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সঙ্গে আমন্ত্রন জানানো হয় সিলেকটিভ কিছু শোভাকাঙ্খীদের। এছাড়াও দর্শকদের জন্য অনলাইনে সীমিত সংখ্যক টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়। দুইদিন আগেই সব টিকিট বিক্রি হয়ে যায় বলেও জানান হাসিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়