বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪  |   ৩৯ °সে

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:২৫

এক মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৭৮ বিলিয়ন ডলার

এক মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৭৮ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক

চলতি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৮ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরের তুলনায় সামান্য বেশি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়েছে পাঁচ দশমিক চার শতাংশ, যা সেপ্টেম্বেরের অর্ধেক। কারণ তখন বাণিজ্য ঘাটতি ১২ দশমিক সাত শতাংশ বেড়ে ৭৪ দশমিক ১ বিলিয়নে দাঁড়িয়েছিল।

ডলারের শক্তিশালী অবস্থান ও বেশ্বিক চাহিদা কমায় দেশটির রপ্তানিতে প্রভাব পড়েছে। ডলারের মূল্য বাড়ায় বিদেশি ক্রেতাদের কাছে যুক্তরাষ্ট্রের পণ্য অনেক ব্যয়বহুল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য আমদানি স্বস্তিদায়ক হয়েছে। তাছাড়া বৈশ্বিক অর্থনীতি ধীর হওয়ার কারণেও যুক্তরাষ্ট্রের রপ্তানিতে আঘাত হেনেছে।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগের মাসের তুলনায় অক্টোবরে যুক্তরাষ্ট্রের রপ্তানি কমেছে শূন্য দশমিক সাত শতাংশ এবং আগস্টের তুলনায় দুশ শতাংশ। মূলত সার্ভিসের তুলনায় পণ্য রপ্তানি কমেছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকের তুলনায় জ্বালানি তেলের মূল্য কমেছে। অক্টোবরে দেশটিকে ব্যারিলপ্রতি তেল আমদানিতে খরচ হয় ৮২ দশমিক শূন্য পাঁচ ডলার, যা সেপ্টেম্বরের চেয়ে পাঁচ দশমিক সাত শতাংশ এবং জুনের চেয়ে ২১ দশমিক সাত শতাংশ কম।

তবে বর্তমানে যুক্তরাষ্ট্র আমদানির তুলনায় বেশি পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করছে। তাই অপরিশোধিত পণ্যের কম দাম বাণিজ্য ঘাটতিকে অতীতের মতো সাহায্য করে না, যখন অপরিশোধিত ও পেট্রোলিয়াম পণ্য আমদানি রপ্তানিকে ছাড়িয়ে গিয়েছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়