প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৯:৩০
জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ঝুমু

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে এ পরিষদের তৃতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
এবার বিশ্বের বিভিন্ন দেশে থেকে যুব সংগঠন ও জলবায়ু অধিকার সংগঠনগুলোর মনোনীত প্রার্থীদের মধ্য থেকে জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা হিসেবে মোট ১৪ জনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘের ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি ও আওয়ার কমন এজেন্ডার অংশ হিসেবে পরিচালিত এই উপদেষ্টা পরিষদের মেয়াদ মঙ্গলবারই শুরু হয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, এই উপদেষ্টা পরিষদ মহাসচিবকে জলবায়ু বিষয়ে বাস্তবসম্মত ও ফলাফল-কেন্দ্রিক পরামর্শ দেয়, যা জলবায়ু নীতি বাস্তবায়নে সহায়ক হয়।
জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে নাগরিক সমাজের কাজের সুযোগ সংকুচিত হওয়ার প্রবণতার প্রেক্ষাপটে, মহাসচিব আন্তোনিও গুতেরেস এবার তার যুব উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৪ করেছেন।
ফারজানা ফারুক ঝুমু কাঠপেন্সিল নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের দুর্দশা দেখে এ আন্দোলনে সক্রিয় হন ঝুমু। পরে তিনি ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে যোগ দেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার (এমএপিএ) সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
বর্তমানে পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম-এর একজন প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন ঝুমু।
এ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য তরুণ জলবায়ু কর্মীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।
ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঝুমু।