বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৪:১৭

ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো লড়বেন স্বামী-স্ত্রী

ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো লড়বেন স্বামী-স্ত্রী
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়বেন এক দম্পতি। গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এই দম্পতি। ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার নজির নেই।

জানা গেছে, ডাকসু নির্বাচনে শিক্ষার্থী রায়হান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে তাঁর স্ত্রী উম্মে সালমা কমন রুম ও রিডিং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রায়হান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এবং সালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রায়হান উদ্দিন বলেন, আমি এবং আমার স্ত্রী শিবিরের প্যানেলের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে মনোনয়ন পেয়েছি। আমরা আগেও শিক্ষার্থীদের জন্য কাজ করেছি। নির্বাচিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়