প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৬
ডাকসু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট, সাদিক কাইয়ুমকে সমর্থন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে উত্তাপ বাড়ছে। এরই মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন।
তার পোস্টে তিনি উল্লেখ করেছেন, ভিপি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদিক কাইয়ুম ও আবিদের মধ্যে সাদিককে সমর্থন করছেন তিনি। এর আগে সাদিক এবং আবিদ—দুজনকেই নিজের পছন্দের প্রার্থী হিসেবে উল্লেখ করেছিলেন ইলিয়াস।
তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদলের কিছু নেতাকর্মী যেভাবে সাদিককে ‘পাকিস্তানপন্থী’ ট্যাগ দিয়ে প্রচারণা চালাচ্ছে, সেটিকে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা বলে মন্তব্য করেছেন।
ইলিয়াস হোসেনের ভাষ্য— দেশে এখন আর যাকে তাকে এ ধরনের ‘পাকিস্তানি ট্যাগ’ লাগিয়ে রাজনীতি করা যাবে না। যেকোনো রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে এসব ট্যাগ ব্যবহার করা হলে সেটি আসলে ভারতের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করবে।
তিনি আরও দাবি করেন, ছাত্রদল তাদের ভিপি প্রার্থীকে ভারতপন্থী হিসেবে প্রমাণ করেছে। তাই তিনি নিজে সাদিক কাইয়ুমের পক্ষেই অবস্থান নিয়েছেন।
তার পোস্টে আরও উল্লেখ রয়েছে, বিএনপি যদি আগামীর রাজনীতিতে ভারত বনাম পাকিস্তান ভিত্তিক বিভাজনের পথে হাঁটে, তাহলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।
ইলিয়াস হোসেনের এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার অবস্থানকে সমর্থন জানালেও অনেকেই সমালোচনা করছেন।