মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০২:১৮

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে
অনলাইন ডেস্ক

বিএনপির এক দফা খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কারা ঘন ঘন লণ্ডন যাচ্ছেন। ডলার দিচ্ছেন, টাকা দিচ্ছেন তারেক রহমানকে আমরা তা জানি।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাস্তা বন্ধ করতে আসবেন না। চোখ রাঙাবেন না। বিদেশিদের বলি, আমাদের শেকড় এ মাটির অনেক গভীরে।

ওবায়দুল কাদের বলেন, কারো চোখ রাঙানিতে বঙ্গবন্ধু কন্যা পরোয়া করেন না। প্রস্তুত থাকুন। মাথা গরম করবেন না।শৃঙ্খলা রাখবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যত লাফালাফি, তাফালিঙ করেন এই লাফালাফিতে কাজ হবে না। রাজনীতির খেলা- আন্দোলনে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন। রাজনীতির খেলা ও আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে আপনারা পারবেন না। খেলা হবে। সেই খেলায় শেখ হাসিনার কর্মীদেরই বিজয় হবে।

হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেবো। গাড়ি ভাঙতে আসলে হাত ভেঙে দেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়