সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮

তারেক রহমান ফিরবেন ‘অতি শিগগির’

তারেক রহমান ফিরবেন ‘অতি শিগগির’
অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারা দেশে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগিরই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইনশাল্লাহ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযোদ্ধা মিলনায়তনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আমি বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেদিনই নির্বাচনের অর্ধেক কার্য সমাপ্ত করতে পারব। সেটা কী? সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী প্রচারণা হয়ে যাবে। সেই প্রচারণা সেদিন অর্ধেক হয়ে যাবে, ইনশাল্লাহ।

তার বক্তব্যের পর মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীরা করতালি দেন এবং স্লোগান তোলেন— ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশ’।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনের পথে যারাই কাঁটা বিছানোর চেষ্টা করবেন, বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাওয়া সব পক্ষের উদ্দেশে নসিহত; আমরা এখন নির্বাচনের আবহাওয়ার মধ্যে আছি।

তিনি জোর দিয়ে বলেন, একটি জাতিকে অতি শিগগির একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, সাংবিধানিক সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ভালো রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন বলেন, ভালো রাজনৈতিক সংস্কৃতি চর্চা এবং প্রতিপালন করে অপসংস্কৃতি, অপরাজনীতি এবং ফ্যাসিস্ট রাজনীতিকে বিলুপ্ত করতে হবে। যদি ভালো আদর্শিক রাজনীতি উপস্থাপন করতে পারি, তাহলে ভবিষ্যতে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক রাজনীতি আর প্রতিষ্ঠা পাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়