প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২৩:১২
জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে আজ রাতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
জামায়াতের আমিরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতা-কর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। এরপর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব। রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি। সে হিসেবে আমরা দুজন ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আগের চেয়ে উনি অনেক ভালো আছেন। আশ্বস্ত হয়েছি। বাংলাদেশের রাজনীতির সংকটময় মুহূর্তে আমির সাহেবের সুস্থ হওয়াটা জরুরি বলে মনে করি।’
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমিরকে বিএনপি নেতারা দেখতে আসায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ম্যাডামকে সালাম জানিয়েছেন।
টেলিফোনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি শনিবার রাত সাড়ে ৯টার দিকে শফিকুর রহমানকে সরাসরি ফোন করেন। আমিরের হঠাৎ অসুস্থতায় মজিবুর রহমান উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর সুস্থতা চেয়ে দোয়া করেন।
জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানান শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে চিকিৎসকেরা তাঁর চেক আপ করেছেন। তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাই তাঁকে হাসপাতাল থেকে বাসায় গিয়ে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।