বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২:৪১

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করলেন নাহিদ ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করলেন নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের অনুভূতির কথা জানিয়েছে ব্রাহ্মণবাড়িযার শহীদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সারজিস।

শাহবার আসুলিয়া এলাকায় নিহত হওয়া তানজিন মাহমুদ সৃজনের বাবা মো. শফিকুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

২১ তারিখ যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয় সাজবদুর রহমান ওমর। তিনি ২৪ তারিখ ঢাকা মেডিকেলে মারা যায়। ওমরের বাবা শাহজাহান মিয়া বলেন, আমার ছেলে রক্তের দাগ এখনো শুকায়নি। ছেলের মৃত্যুর শোক এখনো পর্যন্ত তিলে তিলে খেয়ে যাচ্ছে। নাহিদ বলেছেন আমাদের পাশে থাকবেন।

একে একে সব পরিবারের সঙ্গে কথা বলে পদযাত্রার উদ্দেশ্যে বের হয়ে যান দলের এই মূখ্য নেতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়