বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:২৬

জনপ্রতিনিধিরা মেহনতি মানুষের টাকা মেরে পাচার করে: নুর

জনপ্রতিনিধিরা মেহনতি মানুষের টাকা মেরে পাচার করে: নুর
অনলাইন ডেস্ক

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর বলেছেন, এদেশের শ্রমিক, মেহনতি মানুষ, ভ্যাট দেয় ট্রেক্স দেয় সেই টাকায় উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে, বাইরে চিকিৎসা নেয়, ছেলে-মেয়েদের উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায়। আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য!

সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে ছাত্র, যুব, গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। যেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নেওয়া হয়, জাতীয় নির্বাচন কমিশনের আলোচনায় উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে। কোন দল যদি ৫ শতাংশ ভোট পায়, পাঁচজন প্রতিনিধি উচ্চকক্ষে থাকবে। এইটা একটা ভালো পদ্ধতি, না? একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে। এইটা যারা চায় না, তারা কি সংস্কার চায়? আমাদের প্রত্যাশা ছিল জুলাইয়ে ঘোষণা করতে রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাবো। কিন্তু দুঃখজনক, আমরা জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কার্যত কোন রূপরেখা পাই নাই। বরং জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ সময় রাজশাহী গণঅধিকার পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্ব গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ও ভাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের নেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়