প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০
দুর্গাপূজা উপলক্ষে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা ও বার্তা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
তিনি লেখেন, গতকাল (রোববার) থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বী ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব—দুর্গাপূজা। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি, এই উৎসবকে ঘিরে রাজনৈতিক কূটচাল, পূজামণ্ডপে হামলা এবং হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির শিকার বানানো হয়েছিল। ফলে আনন্দের উৎসব পরিণত হয়েছিল ভয়ের উৎসবে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া নতুন বাংলাদেশ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে বিদায় জানিয়েছে। কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না।
তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারেন। অতীতের কোনো অপচেষ্টা যেন পুনরাবৃত্তি না ঘটে, তা সরকারকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
দেশের সাধারণ নাগরিকদের প্রতিও আহ্বান জানান এনসিপি নেতা। তিনি বলেন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি—নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ।
পোস্টের শেষে তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ।