শনিবার, ১৮ মে, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ০৪ মে ২০২২, ২০:৪১

৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘ ৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) যাচ্ছেন।

শেষবার গত ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আযহা উদযাপন করতে তিনি নিজ বাড়িতে গিয়ে ছিলেন।

করোনা, তার নিজের অসুস্থতা এবং স্থানীয় রাজনীতিতে গৃহবিবাদ চলায় এই দীর্ঘ বিরতি ছিল বলে অনেকেই মনে করছেন। দীর্ঘদিন পর তার এই যাত্রায় এলাকার পরিবেশ কেমন হয় তা নিয়ে অনেকেরই বেশ কৌতূহল রয়েছে।

ঢাকার সরকারী বাসভবন থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে রওনা হবেন তিনি। এলাকায় পৌঁছে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ওবায়দুল কাদের। বিকালের পরে এলাকাবাসী ও রাজনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এলাকা কোম্পানীগঞ্জে গত কয়েক বছর ধরে নানা নাটকীয়তার জন্ম দিয়েছে আওয়ামী রাজনীতিতে। অবশ্য সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বিভিন্ন সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভাইরাল হন তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়