মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:৪০

ছয় বছর পর ছাত্র বিষয়ক সম্পাদক পেলো বিএনপি

ছয় বছর পর ছাত্র বিষয়ক সম্পাদক পেলো বিএনপি
অনলাইন ডেস্ক

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল থেকে এ পর্যন্ত শূন্য ছিল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের পদ। রোববার (৮ জানুয়ারি) রাতে এই শূন্য পদে দলের নির্বাহী কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুলকে মনোনীত করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত তথ্য সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

২০১৬ সালের মার্চ মাসে বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর থেকে বেশ কয়েকটি শূন্য পদ দিয়ে চলছিল দলের কার্যক্রম। এই পদ পূরণে দলের মধ্যে দীর্ঘদিনের দাবি ছিল।

তবে ছাত্র বিষয়ক সম্পাদকের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে রকিবুল ইসলাম বকুলকে মনোনয়ন দেওয়ায় দলের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, এই পদে সাবেক জনপ্রিয় ছাত্রনেতাদের মধ্যে থেকে কাউকে পদায়ন করলে ভালো হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়