বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০৮:২৫

চাঁদ দখল করবে চীন: নাসা প্রধান

চাঁদ দখল করবে চীন: নাসা প্রধান
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসন দাবি করেছেন, সামরিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে এক সময় পৃথিবীর বাইরের গ্রহ চাঁদ দখল করবে চীন।

তবে নাসা প্রধানের এমন মন্ত্যবকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

নাসা প্রধান বিল নেলসন জার্মান গণমাধ্যম বিল্ডকে বলেন, চীনের মহাকাশ নিয়ে যে লক্ষ্য, সেটি নিয়ে তারা শঙ্কিত।

তিনি বলেন, আমাদের অবশ্যই চিন্তিত হতে হবে, চীন চাঁদে অবতরণ করে বলবে: এটি এখন আমাদের এবং তোমরা বের হয়ে যাও।

চীন গত দশকে তাদের মহাকাশ পোগ্রাম বাড়িয়ে দিয়েছে। তারা চাঁদ নিয়ে তাদের গবেষণা বাড়িয়ে দিয়েছে। ২০১৩ সালে তারা মনুষ্যবিহীন প্রথম অভিযান পরিচালনা করে এশিয়ার সুপার পাওয়ার। আর এ দশকে চাঁদের দক্ষিণ পোলে আরেকটি মনুষ্যবিহীন অভিযান চালানোর পরিকল্পনা করছে তারা।

তাছাড়া চাঁদে মানুষকে পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী রকেটও তৈরি করছে চীন। তাদের পরিকল্পনায় আছে মঙ্গল গ্রহও।

এদিকে নাসার প্রধান দাবি করেছেন, চীন চাঁদে যে অভিযানের পরিকল্পনা করছে এটি একটি সামরিক অভিযান।

তাছাড়া চীন অন্যদের কাছ থেকে প্রযুক্তি চুরি করেছে বলেও দাবি করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়